ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রক্তদহ বিলে অপরিকল্পিত ক্রসড্যাম ॥ কৃষকের মাথায় হাত

প্রকাশিত: ০০:৩৪, ২২ এপ্রিল ২০১৮

 রক্তদহ বিলে অপরিকল্পিত ক্রসড্যাম ॥ কৃষকের মাথায় হাত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ নওগাঁর রাণীনগর উপজেলা ও পার্শ্ববর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার সীমানায় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল। এই রক্তদহ বিলের প্রধান শাখা খালে বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত অপরিকল্পিত দুইটি ক্রসড্যামের কারণে এবছরও তলিয়ে যাচ্ছে বিলের মধ্যে লাগানো প্রায় এক হাজার একর জমির পাকা-আধাপাকা বোরো ধান। ধান তলিয়ে যাওয়ার এই অবস্থা আরও চরম আকার ধারন করেছে দুইটি ক্রসড্রাম নির্মাণের পর থেকে। এ বিষয়টি নিয়ে কৃষকরা নানা ভাবে প্রতিবাদ জানিয়ে আসলেও কোন ফল হয়নি। তাই কষ্টে অর্জিত স্বপ্নের সোনালী ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে। কৃষকরা এখন তাদের ধান পুরোটাই ঘরে তুলতে পারবে কিনা এই চিন্তা তাদের পেয়ে বসেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের বৃষ্টির পানি কয়েকটি শাখা খাল দিয়ে এসে জমা হয়েছে রক্তদহ বিলে। কিন্তু বিলে জমা হওয়া পানি আত্রাই নদীতে যেতে পারছে না। নিস্কাশন পথের রাণীনগর উপজেলা অংশে শাখা খালে দুইটি স্থানে ক্রসড্যাম থাকার কারণে পানি আটকা পড়েছে। জানা গেছে, বৃষ্টির পানি ধরে রেখে আপদকালিন সময়ে সেচ দেয়ার জন্য ২০১৪ সালে রক্তদহ বিলের উজানে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে এবং ভাটির দিকে রাণীনগর উপজেলায় তিলাবাদুরী ও আকনা বাঁশবাড়িয়া নামক দুই স্থানে অপরিকল্পিত ভাবে দু’টি ক্রসড্যাম নির্মাণ করে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে করে বোরো আবাদ মৌসুমের শেষ দিকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রানীনগর উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রক্তদহ বিলের ভাটিতে বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের কারণে জলাবদ্ধতায় উঠতি বোরো ধান জলমগ্ন হয়ে পড়েছে।
×