ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরকীয়ার জেরে শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার আসামী গ্রেফতার

প্রকাশিত: ০১:২৫, ২২ এপ্রিল ২০১৮

 পরকীয়ার জেরে শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাড়ৈপাড়া গ্রামে পরকীয়ার জেরে শিশুপুত্র হৃদয় (৯) কে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামী রাশেদুল ইসলাম মোমেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে আড়াইহাজার থানা পুলিশ ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোমেন নিহত শিশু হৃদয়ের মা শেফালী আক্তারের প্রেমিক। ঘটনার ১০ দিন পর মোমেনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এম এ হক। এদিকে এ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত হৃদয়ের মা শেফালী আক্তার গত ১৪ এপ্রিল মোমেনকে দোষারোপ করে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালতের বিচারক) মেহেদি হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। উল্লেখ্য, গত ১২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী শেফালী আক্তারের সঙ্গে একই এলাকার রাশেদুল ইসলাম মোমেনের পরকীয়ার জেরে শেফালীর দু’সন্তানকে হত্যার উদ্দেশ্যে কাঁথায় মুড়িয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ফলে বড় ছেলে হৃদয় (৯) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয় ছোট ছেলে জিহাদ (৭)। প্রতিবেশী ও বাড়ির লোকজন দগ্ধ জিহাদকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। নিহত হৃদয় উপজেলার ৩৫ নং বাড়ৈইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল ও অগ্নিদগ্ধে আহত ছোট ভাই জিহাদ একই স্কুলের প্রথম শ্রেণীতে অধ্যয়ণরত। গত ১৩ এপ্রিল (শুক্রবার) এ ঘটনায় নিহত হৃদয়ের দাদা বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় শেফালী বেগমর ও রাশেদুল ইসলাম মোমেনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
×