ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে একাধিক মামলার দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০১:২৬, ২২ এপ্রিল ২০১৮

 বাঁশখালীতে একাধিক মামলার দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের একাধিক মামলার দুর্ধর্ষ ডাকাত জাবের আহমদ (৩২) কে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২২ এপ্রিল) বিকেলে শেখেরখীল ইউপি’র মাহামুদুল্লাহর দোকান এলাকা হতে এসআই নাজমুল হাছানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ৪টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। আটক ডাকাত জাবের আহমদ ছনুয়া ইউপি’র খুদুকখালী গ্রামের মঞ্জুর আহমদের পুত্র। আটকের বিষয়টি স্বীকার করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হিরা বলেন, দুর্ধর্ষ ডাকাত জাবের আহমদ শেখেরখীলে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছনুয়া ইউপি’র মাস্টার আবু ছিদ্দিককে ২০১৭ সালের নভেম্বর মাসে অপহরণপূর্বক গুম হত্যার উদ্দেশ্যে দিনদুপুরে মসজিদে নামাজরত অবস্থায় ডাকাত জাবের আহমদের নেতৃত্বে অপহরণকারীর তুলে নেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক থানা পুলিশের বিশেষ টিম বঙ্গোপসাগরের উপকূল বেষ্টিত ছনুয়া এলাকার ঝাউবাগান হতে অভিযান চালিয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে এ ঘটনায় অপহৃত বাদী হয়ে ডাকাত জাবের আহমদসহ ১৮ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার পর থেকে জাবের আহমদ দীর্ঘদিন পলাতক ছিল। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল মাহামুদুল্লাহর দোকান এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, মাস্টার আবু ছিদ্দিকের দায়ের করা অপরহণ মামলাটি বর্তমানে সিআইডি চট্টগ্রাম দপ্তরে তদন্তাধীন রয়েছে বলে বাদী জানান।
×