ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির দাবিতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

প্রকাশিত: ০১:৫০, ২২ এপ্রিল ২০১৮

 খালেদার মুক্তির দাবিতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২২ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল, যা ইতমধ্যেই পালিত হয়েছে, আজ ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে মানববন্ধন, ২৭ এপ্রিল খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৬ এপ্রিল সারাদেশে বিএনপিরা সহযোগী সংগঠন ছাত্র দলের ২৮ এপ্রিল বিএনপির অঙ্গ সংগঠন যুব দল ও ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। কর্মসূচি ঘোষণার পর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে’ অন্যায়ভাবে সাজানো মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাই তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। রিজভী বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক দল। রিজভী জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাঁর মুক্তির দাবিতে বিএনপি ঢাকাসহ সারাদেশে পর্যায়ক্রমে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ, মানববন্ধন, গণ অনশন, গণস্বাক্ষরতা, জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করা হয়েছে। আর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য ২২ ফেব্রুয়ারি থেকে তিন দফায় আবেদন করেও অনুমতি পায়নি বিএনপি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, মনির হোসেন, আসাদুল করিম শাহিন, সেলিমুজ্জামান সেলিমপ্রমুখ।
×