ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৩:১৬, ২২ এপ্রিল ২০১৮

 শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে  সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রেখে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। তারা যৌন হয়রানিবিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধে পর এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি পড়ে সাধারন মানুষ। পরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এসে তুরাগ পরিবহনের মালিক পক্ষে সঙ্গে বসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত হাউজ বিল্ডিংয়ের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা তুরাগ পরিবহনের ১২ থেকে ১৫টি বাস আটকে রাখেন। এ সময় শিক্ষার্থীরা যৌন হয়রানিবিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এ সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম সিদ্দিক জানান, তুরাগ পরিবহনের মালিকের সঙ্গে যোগাযোগের করে প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ক্লাসে আসার জন্য বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসে কয়েকজন যাত্রী ছিলেন। তবে আর কোনও যাত্রী তারা তুলছিল না। বাসে থাকা অন্য যাত্রীরা নতুন বাজারসহ পরের স্টপেজে নেমে যেতে থাকেন। এতে ওই নারী শিক্ষার্থী কিছুটা ভয় পেয়ে বাকি যাত্রীদের সঙ্গে বসুন্ধরা স্টপেজে নেমে যাওয়ার উদ্যোগ নিলে বাসের কন্ডাক্টর ও হেলপাররা তার হাত ধরে ফেলে। বাসে থাকা আরও দুজন মেয়েটিকে আটকাতে বলে। এতেও মেয়েটি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে যান। শিক্ষার্থীরা জানান, এই খবর পেয়ে আমরা আজ (রবিবার) দুপুর ১২ টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে তুরাগ পরিবহন আটকাতে থাকি। তারা জানান, এভাবে আমাদের বোনকে যৌন হয়রানি করেছে। আমরা এর বিচার চাই। তুরাগ পরিবহনের মালিকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমন পদক্ষেপ নিয়েছি। তারা যদি দোষীদের চিহ্নিত করে দেয় তবে আমরা সব বাস ছেড়ে দেবো।
×