ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পাকশীতে রেল কলোনিবাসীর উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:১৩, ২৩ এপ্রিল ২০১৮

পাকশীতে রেল  কলোনিবাসীর  উচ্ছেদের প্রতিবাদে  সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার সকালে পাকশী রেলের ব্যারাকপাড়া ও মেরিনপাড়াসহ তিন কলোনিতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রেল কলোনির কয়েক শতাধিক বসবাসকারীরা এসব কর্মসূচী পালন করেছে। তারা মেরিনপাড়া থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে পাকশী শহরের বিভিন্ন সড়ক ও রেলের বিভাগীয় অফিস চত্বর প্রদক্ষিণ শেষে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন, আওয়ামী লীগ পাকশী শাখার সভাপতি হাবিবুল ইসলাম, পাবনা জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, জাসদ পাকশী শাখার সাধারণ সম্পাক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম লীগের সভাপতি ইকবাল হায়দার, সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ। বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, রেল কর্মকর্তারা চক্রান্ত করে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। পাকশী রেল কলোনি থেকে এ অঞ্চলের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া হয়েছিল। অসংখ্য মুক্তিযোদ্ধা পরিবার এসব কলোনিতে বৈধভাবে বসবাস করছে। অনেকেই অবৈধভাবে রেলের জায়গা দখল করে বসবাস করলেও কর্মকর্তারা তাদের উচ্ছেদ করছে না। বক্তারা চক্রান্তকারী রেল কর্মকর্তাদের শাস্তির দাবি জানান এবং প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের পক্ষে সংস্থাপন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
×