ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি শহর পরিদর্শনে ৩৬ পৌর মেয়র

প্রকাশিত: ০৪:১৫, ২৩ এপ্রিল ২০১৮

খাগড়াছড়ি শহর  পরিদর্শনে ৩৬  পৌর মেয়র

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নগর উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন দেশের ৩৬টি প্রথম শ্রেণীর পৌর মেয়র ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। রবিবার সকালে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম আগত মেয়র ও কর্মকর্তাদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করান। এ সময় সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়। উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে খাগড়াছড়ি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয় দিন ব্যাপী এক উন্নয়ন কর্মশালা। কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রকৌশলী একেএম ইব্রাহিম ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় নগর উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা, জলাবদ্ধতা নিরসনসহ জনবান্ধব প্রকল্প নির্বাচনে মেয়রদের প্রতি আহ্বান জানানো হয়।
×