ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াদে রাজ প্রাসাদের কাছে গুলি করে নামানো হলো ড্রোন

প্রকাশিত: ০৪:২৫, ২৩ এপ্রিল ২০১৮

রিয়াদে রাজ প্রাসাদের  কাছে গুলি করে  নামানো হলো ড্রোন

সৌদি আরবে খেলনা ড্রোন নিয়ে নতুন নিয়ম তৈরির কথা ভাবা হচ্ছে। রিয়াদে বাদশাহ সালমানের প্রাসাদের কাছে গুলি করে একটি ড্রোন নামানোর পর রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ড্রোন নামানোর ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। এএফপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিমোট কন্ট্রোল ড্রোন ব্যবহার বিধি নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুুন আইন হওয়ার আগ পর্যন্ত যে জায়গায় কাউকে ড্রোন ওড়াতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হবে। এর আগে দেশটির পুলিশের মুখপাত্রকে উদ্ধৃত করে এসপিএ জানায়, শনিবার সন্ধ্যার পর প্রাসাদের কাছে একটি ‘অননুমোদিত ড্রোনের’ উপস্থিতি ধরা পড়লে সিকিউরিটি এ্যালার্ম বেজে ওঠে। নিরাপত্তাবাহিনী নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং বাদশাহ সালমান সে সময় প্রাসাদে ছিলেন না। শনিবার রাতে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ৩০ সেকেন্ড গুলির শব্দ আর আলোর ঝলকানি দেখা যায়। ভিডিওর সূত্র ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরও আসতে শুরু করে। দেশটিতে কোন অভ্যুত্থান ঘটেছে কি না, বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটির বাদশাহ বা যুবরাজের ভাগ্যে কী ঘটেছে এমন প্রশ্নও দেখা দেয়। একজন কর্মকর্তা বলেন, ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। বাদশাহ সালমান গতবছর জুনে ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণার পর থেকে রক্ষণশীল দেশটি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ৩২ বছর বয়সী যুবরাজ দেশটির তেল নির্ভর অর্থনৈতিক কাঠামো সংস্কারের পাশাপাশি সাংস্কৃতিকভাবে তার দেশকে আরও বেশি উন্মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সরকারের সমালোচনার সুযোগও দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
×