ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাসের ধাক্কায় শিশুর হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৩৩, ২২ এপ্রিল ২০১৮

 বগুড়ায় বাসের ধাক্কায় শিশুর হাত বিচ্ছিন্ন

অনলাইন রিপোর্টার ॥ বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় ৮ বছরের শিশু সুমি খাতুনের বাম হাত ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার বিকেলে শেরপুর উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস সুমি খাতুনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সুমির বাম হাত ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে শেরপুর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ৮ বছরের শিশু সুমিকে আহত অবস্থায় ভর্তি করা হয়। সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন। আহত সুমির পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে।
×