ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেএফএ অনুর্ধ-১৪ বালিকা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব

আগামীর প্রজন্ম বেছে নেয়ার টুর্নামেন্ট

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ এপ্রিল ২০১৮

আগামীর প্রজন্ম বেছে নেয়ার টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনে (জেএফএ) আর্থিক সহযোগিতায় ২৪ এপ্রিল থেকে দেশের ছয় ভেন্যুতে ৩৫ দল (৫টি দল নাম প্রত্যাহার করে নেয়) নিয়ে শুরু হচ্ছে ‘জেএফএ অনুর্ধ-১৪ বালিকা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে’র আঞ্চলিক পর্ব। এটি মূলত ট্যালেন্ট হান্ট টুর্নামেন্ট। এখান থেকে বাছাই করে প্রতিভাময়ী ফুটবলারদের আলাদা করে প্রশিক্ষণ দেয়া হবে, যারা একসময় বয়সভিত্তিক জাতীয় দলে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। পরের পর্বের খেলাগুলো হবে লীগ পদ্ধতিতে। মূলত খরচ কমাতেই এই ব্যবস্থা। জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘জেএফএ এই টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হলো ওয়ালটন। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে সেরা দুই রানার্সআপসহ মোট ৮টি দল আসবে ঢাকায়। তাদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে এই আসরের মূলপর্ব। আঞ্চলিকপর্বের ভেন্যু ফি দেয়া হবে ৩০ হাজার টাকা। আঞ্চলিকপর্বে অংশ নেয়া প্রত্যেকটি দল ১৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। আর মূলপর্বে অংশ নেয়া প্রত্যেকটি দল ২০ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এছাড়া আঞ্চলিকপর্বে ৫ হাজার টাকা করে উইনিং মানি দেয়া হবে। চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। রবিবার এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য অমিত খান শুভ্র ও বাফুফে মহিলা কমিটির অন্য সদস্যরা। সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘আঞ্চলিকপর্বের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, খুলনা, নীলফামারী ও রাজশাহী। আঞ্চলিকপর্বের খেলার পর ৩০ এপ্রিল থেকে হবে মূলপর্বের খেলা। মূলপর্ব হবে ঢাকায়। মাঠ এখনও প্রস্তুত না হওয়ায় গাজীপুর ভেন্যুর খেলা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। এবারও এই টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। তারা সবসময়ই আমাদের পাশে আছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’ ডন বলেন, ‘আমরা বরাবরই মহিলা ফুটবলের সঙ্গে কাজ করছি। আমরা জেএফএ কাপের গত তিন আসরেও ছিলাম। এবারও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ২০০৮ সাল, যখন থেকে বাংলাদেশে মহিলা ফুটবল শুরু হয়েছে তখন থেকেই আমরা কাজ করছি। বাংলাদেশের ফুটবলের মহিলা উইংকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টের মাধ্যমে ভাল কিছু খেলোয়াড় উঠে আসবে এবং তারা আমাদের অ-১৬ দলকে সমৃদ্ধ করবে। এক সময় তারা জাতীয় দলকেও সমৃদ্ধ করবে।’ এই আসরে গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়ামে লড়বে ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, শেরপুর জেলা ও গাজীপুর জেলা। গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে লড়বে রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, মাগুরা জেলা, শরীয়তপুর জেলা ও গোপালগঞ্জ জেলা। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে খেলবে নোয়াখালী জেলা, ফেনী জেলা, হবিগঞ্জ জেলা ও লক্ষ্মীপুর জেলা। খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর জেলা, বরগুনা জেলা, নড়াইল জেলা, পটুয়াখালী জেলা, চুয়াডাঙ্গা জেলা ও খুলনা জেলা। নীলফামারী জেলা স্টেডিয়ামে খেলবে কুড়িগ্রাম জেলা, পঞ্চগড় জেলা, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, রংপুর জেলা, লালমনিরহাট জেলা ও নীলফামারী জেলা। রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়ামে লড়বে ছয়টি দল। দলগুলো হলো : গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলা। প্রতিটি ম্যাচ হবে ৭০ মিনিটের (৩৫+৩৫ মিনিট)। ১০ মিনিটের বিরতি থাকবে। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে হবে।
×