ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ই-রিসোর্সেস বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ এপ্রিল ২০১৮

ই-রিসোর্সেস বিষয়ে কর্মশালা

মেডিক্যাল প্রফেশনালদের মধ্যে মেডিক্যাল ই-রিসোর্সেস ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা রবিবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়। ইউজিসি ডিজিটাল লাইব্রেরি (ইউডিএল) ও ওল্টার্স ক্লুয়ার যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান ও ইউজিসি প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর এবিএম আবদুল্লাহ, ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ও রাজেশ কে সিং, ভাইস- প্রেসিডেন্ট এবং ওল্টার্স ক্লুয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আবদুর রেজ্জাক, সচিব (ভারপ্রাপ্ত), ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×