ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের দিকে তাকিয়ে পুরো ব্রাজিল

প্রকাশিত: ২০:১৫, ২৩ এপ্রিল ২০১৮

নেইমারের দিকে তাকিয়ে পুরো ব্রাজিল

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর মাস দুইও। অথচ এখনো সারেনি নেইমার ডি সিলভার চোট। পায়ে অস্ত্রোপচার শেষে বেশ কদিন ধরেই মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য তাঁরই সাবেক সতীর্থ রোনালদিনহো আশাবাদী, বিশ্বকাপের আগেই পুরোদমে ফিরবেন নেইমার আর দলকে জেতাবেন শিরোপাও। গত মার্চে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলতে গিয়ে পায়ের পাতার হাড় ভেঙে মাঠের বাইরে চলে যান নেইমার। বর্তমানে নিজের দেশ ব্রাজিলেই চলছে পিএসজি ফরোয়ার্ডের পুনর্বাসন প্রক্রিয়া। কদিন আগে নিজেই জানিয়েছিলেন, ফিরতে আরো এক মাসের মতো সময় লাগবে তাঁর। রাশিয়া বিশ্বকাপে দলের মূল ভরসা নেইমারই। তাই তাঁর দিকেই তাকিয়ে পুরো দেশ। ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোও এবার আশা প্রকাশ করলেন নেইমারের ফেরার ব্যাপারে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিও ডি জেনিরিওতে কদিন আগেই ফুটবলকে বিদায় বলে দেওয়া সাবেক এই ব্রাজিলীয় বলেছেন, ‘আমার মনে হয়, সবাইই নেইমারকে চাইছে। সেও পুরোদমেই ফিরে আসবে বলে আমি আশাবাদী। সে তাঁর কাজটা দারুণভাবে করবে এবং ব্রাজিলকে শিরোপা এনে দেবে। এটাই আমার আশা, বলা ভালো পুরো ব্রাজিলের আশা।’ দিন কয়েক আগে নিজেও জানিয়েছিলেন রাশিয়ার মাঠে ফিরতে তিনি মরিয়া। এবার পূর্বসূরিও জোগালেন ভরসা। সব মিলিয়ে তাই জুন ১৭ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে বিশ্বের সবচেয়ে দামি তারকাকে দলে পাওয়ার আশায় বুক বাঁধতেই পারে ব্রাজিল।
×