ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউভেন্তুসকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল নাপোলি

প্রকাশিত: ২০:৩৮, ২৩ এপ্রিল ২০১৮

ইউভেন্তুসকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল নাপোলি

অনলাইন ডেস্ক ॥ শিরোপাধারী ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলা নাপোলি শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে। তাদের এই সাফল্যে সেরি আর শিরোপা লড়াই পেয়েছে নতুন মাত্রা। রবিবার ইউভেন্তুসের মাঠে ১-০ গোলে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। ডিসেম্বরে তাদের মাঠে একই ব্যবধানে জিতেছিল টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে নাপোলি। তবে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ইউভেন্তুস; ষোড়শ মিনিটে মিরালেম পিয়ানিচের শট হোসে কায়েহনের গায়ে লেগে পোস্টে বাধা পায়। ছয় মিনিট পর এগিয়ে যেতে পারতো নাপোলি। তবে স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিকের গোলমুখে বাড়ানো বল গোলরক্ষক জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দিলেও তাতে একটা টোকা দেওয়ার মতো কেউ ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ফাউলও হতে থাকে ঘনঘন। ২৭ মিনিটের মধ্যে চার জন খেলোয়াড় দেখেন হলুদ কার্ড, যার তিন জন ইউভেন্তুসের। দ্বিতীয়ার্ধেও একইভাবে অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে নাপোলি। তবে সাফল্য মিলছিল না। ৮৯তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ের ক্রসে কায়েহন পা লাগাতে পারেননি। তারপরও বল জালে ঢুকতে যাচ্ছিল; তবে শেষ মুহুর্তে কর্নারের বিনিময়ে ঠেকান বুফ্ফন। কায়েহনের নেওয়া কর্নারে অনেকটা লাফিয়ে নেওয়া দারুণ হেডে গোলটি করেন কোলিবালি। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ২৬তম জয় পাওয়া নাপোলি।
×