ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কষ্টের জয় পিএসজির

প্রকাশিত: ২০:৪২, ২৩ এপ্রিল ২০১৮

কষ্টের জয় পিএসজির

অনলাইন ডেস্ক ॥ লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তোলা পিএসজির সামনে এখন দুই লক্ষ্য। বোর্দোর মাঠে ১-০ গোলের জয়ে লক্ষ্য পূরণের পথে কিছুটা এগিয়েছে উনাই এমেরির দল। লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি পিএসজি গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে। চলতি লিগে ৩৪ ম্যাচে ২৯ জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট ৯০। বাকি চার ম্যাচে ৭ পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে তারা। লিগে এক মৌসুমে সর্বোচ্চ ১১৮ গোল করার রেকর্ডটি এখন রাসিং প্যারিসের দখলে। ১৯৫৯-৬০ মৌসুমে রেকর্ডটি গড়েছিল দলটি। পিএসজির গোল হলো ১০৪টি। রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে হাভিয়ের পাস্তোরের বাড়ানো ক্রস থেকে পাওয়া বল এদিনসন কাভানি জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ৭৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। কর্নারের পর কাভানি হয়ে বল পেয়ে যান জিওভানি লো সেলসো। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
×