ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক জিয়ার লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ২২:৫৩, ২৩ এপ্রিল ২০১৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক জিয়ার লিগ্যাল নোটিশ

অনলাইন রিপোর্টার ॥ ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’ - পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার পক্ষে সোমবার আইনজীবী কায়সার কামাল ডাকযোগে এই নোটিশ পাঠান। একইসঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনকেও নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘লন্ডনে হাইকমিশনে নিজের পাসপোর্ট জমা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন।’ তিনি আরও বলেন, ‘২০১২ সালে তারেক জিয়া তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছে। সে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়?’ তারেক রহমানের আইনজীবী বলেন, ‘নোটিশে ১০ দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে শাহরিয়ার আলমকে তারেক রহমানের নাগরিকত্ব বর্জনের প্রমাণ দেখাতে হবে। অন্যথায় জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এসব না হলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমান তাকে এই নোটিশ পাঠাতে বলেছেন। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেছেন।’
×