ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করা হলে কোন ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ০২:২৪, ২৩ এপ্রিল ২০১৮

 নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করা হলে কোন ছাড় দেয়া হবে না

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হলে কোন ছাড় দেয়া হবে না। আমরা উদার গণতন্ত চর্চা অনেকবার করেছি। এখন আর করবো না। কোন ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। যারা বড় বড় কথা বলেন তাদের মনে রাখতে হবে, অতীতে তারা কি করেছিলেন। বিএনপি নির্বাচনে না আসার পেছনে আমাদের কি করার আছে ? সোমবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপের আহবানের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোন আলোচনা হবে না। আমরা তাদের সঙ্গে কোন আপোষ করবো না। খুনিদের সঙ্গে কিসের আলোচনা? রাজকারদের কোন ছাড় দেওয়া হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেশের জনগনকে সাথে নিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে নাসিম বলেন, দলবিহীন নয়, আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করবো আমরা। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। তাতে কোন দল এলো বা না এলো তাতে আমাদের কিছুই করার নেই। সংবিধান অনুযায়ি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের বাহিরে যাব না। সংবিধানের বাহিরে যাবার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একই ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
×