ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কমিশনারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:২৯, ২৩ এপ্রিল ২০১৮

 ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কমিশনারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ভুমি খারিজ কার্যক্রম সম্পাদন ও খাজনা গ্রহণের ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কমিশনার, কানুনগোসহ ৩ জনকে আসামী করে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাহেরুল ইসলাম জানান, এই চাঞ্চল্যকর মামলা দায়েরের পর দীর্ঘ সময়ে আঞ্চলিক সমন্বিত দুদক কার্যালয় দিনাজপুর থেকে কোন প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। প্রতিবেদন দাখিল না করায় সোমবার ধার্য্য তারিখে বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ আগামী ৭ জুনের মধ্যে মামলার অগ্রগতির প্রতিবেদন পেশ করতে দুদক কার্যালয়ের উপ-পরিচালককে তাগিদ দিয়ে আদেশ প্রদান করেন। আদালত সূত্রটি জানায়, গত ৩০ জানুয়ারী দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার ওসমান আলীর পুত্র শাহনেওয়াজ ওরফে রাজু বাদী হয়ে সদর সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুনসহ ৩ জনকে আসামী করে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে দুদক আইনে ৪ লক্ষ টাকা ঘুষ দাবীর অভিযোগে মামলা দায়ের করে। মামলাটি বিচারক অনুসন্ধান করে দুদক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বিত দুদক জেলা কার্যালয়ে দিনাজপুর উপ-পরিচালককে আদেশ প্রদান করেন। পরবর্তী ধার্য্য তারিখ সোমবার ২৩ এপ্রিলের মধ্যে আদালতে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পেশ করার আদেশ প্রদান করা হয়েছিল। কিন্তু উক্ত তারিখের মধ্যে প্রতিবেদন না দেওয়ায় পুনরায় তাগিদপত্র প্রদানের আদেশ প্রদান করা হয়। বাদী তার অভিযোগে প্রকাশ করেন দিনাজপুর শহরের সুইহারী মহল্লায় তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬১ শতক সম্পত্তির উপরে অবস্থিত চৌরঙ্গী সিনেমা হল রয়েছে। উক্ত হলের সম্পত্তির খাজনা প্রদানের জন্য সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে গেলে বিভিন্ন অজুহাতে খাজনা গ্রহণ বন্ধ রাখে। পরবর্তীতে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের গত বছর ১৭ জুলাইয়ের আদেশপত্রে ২৬ হাজার ১৫৮ টাকা খাজনা গ্রহণ করা হয়। কিন্তু জমির খাজনার কার্যক্রম চলমান রাখতে এবং খারিজ করতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো ছায়ফুল আলম ৪ লক্ষ টাকা ঘুষ দাবী করে। এ বিষয়ে সহকারী কমিশনারের নিকট গত বছর ১৯ জুলাই জানতে চাওয়া হলে তিনি একই অর্থ দাবী করেন। এই ঘটনায় সংবাদপত্রে খবর প্রকাশ হলেও কোন প্রতিকার না হওয়ায় তিনি এই মামলা দায়ের করেন। এ ব্যাপারে সহকারী কমিশনারের নিকট জানার চেষ্টা করা হলে তিনি কর্মস্থল থেকে বদলি হয়ে অন্যত্র যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কানুনগো ছায়ফুল আলম এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নন।
×