ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচনে ৭ মেয়র, ৩৪০ কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্ধীতা

প্রকাশিত: ০৩:৩৮, ২৩ এপ্রিল ২০১৮

 গাজীপুর সিটি নির্বাচনে ৭ মেয়র, ৩৪০ কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্ধীতা

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা সোমবার সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ হবে। প্রতীক পেয়েই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়বেন। প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে নিজের নির্বাচনী ইশতেহার প্রস্থুতির কাজ সম্পন্ন করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (সোমবার) আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে আরো এক মেয়র প্রার্থী মহাজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মনোনীত রাশেদুল হাসান রানা প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে রবিবার হাইকমান্ডের নির্দেশে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির এসএম সানাউল্লাহও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর সর্বশেষ মেয়র পদে প্রতিদ্বন্দ্বি মোট প্রার্থীর সংখ্যা হলো-৭। এছাড়া গত দুইদিনে ২৮৭জন সাধারণ আসনের কাউন্সিলরের মধ্যে ৩১জন এবং ৮৭জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মধ্যে তিনজনসহ মোট ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে ২০ দলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছেন। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের সহকারি রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জানান, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদে মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাইকালে এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু গত দুইদিনে ওই দুই প্রার্থী এসএম সানাউল্লাহ ও রাশেদুল হাসান রানা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন। তারা হলেন, আওয়ামীলীগের মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, ইসলামি ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন। তিনি আরো জানান, গত দুইদিনে ২৮৭জন সাধারণ আসনের কাউন্সিলরের মধ্যে ৩১জন এবং ৮৭জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মধ্যে তিনজনসহ মোট ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে সর্বশেষ হিসেবে এবারের নির্বাচনে মেয়র পদে ৭জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন সহ মোট ৩৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×