ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নগ্ন বন্দুকধারী’কে খুঁজছে নিরাপত্তাবাহিনী

প্রকাশিত: ১৮:২৪, ২৪ এপ্রিল ২০১৮

‘নগ্ন বন্দুকধারী’কে খুঁজছে নিরাপত্তাবাহিনী

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের অ্যান্টিয়কের ওয়াফল হাউস রেস্টুরেন্টে হামলায় চারজনকে হত্যাকারী নগ্ন বন্দুকধারী ট্রাভিস রেইনকিংকে হন্য হয়ে খুঁজছে দেশটির নিরাপত্তাবাহিনী। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর রেইনকিং একটি জঙ্গলে পালিয়ে গেছেন। স্থানীয় সময় রবিবার খুব ভোরে রাজ্যের ন্যাশভিলে ওই হামলায় আহত হয় আরো চারজন। টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন ২৯ বছর বয়সি ট্রাভিস রেইনকিংকে তাদের ‘শীর্ষ ১০ মোস্ট ওয়ানটেড’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। রেইনকিংয়ের হামলার উদ্দেশ্য এখনো জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, রেইনকিংয়ের কাছে এখনো হয়ত রাইফেল ও হ্যান্ড গান আছে। পুলিশ জানায়, হামলার পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পালিয়ে যান রেইনকিং। ধারণা করা হচ্ছে, পালিয়ে তিনি প্রথমে তার অ্যাপার্মেন্টে যান এবং সেখান থেকে প্যান্ট পরে পার্শ্ববর্তী একটি জঙ্গলের ভেতরে আত্মগোপন করেন। এক টুইটার বার্তায় টেনেসি পুলিশ বলে, ‘একজন লোককে ভিউ অ্যাপ্টস পর্বতের কাছে একটি জঙ্গলসীমায় সর্বশেষ দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেই লোকটিই রেইনকিং। তার পরনে কালো প্যান্ট ছিল। তবে কোনো শার্ট ছিল না (বুক খালি ছিল)।’ রেইনকিংকে খুঁজতে পুলিশ হেলিকপ্টার ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছে। তবে কুকুরগুলো রেইনকিংয়ের ঘ্রাণ হারিয়ে ফেলেছে। ন্যাশভিলে পুলিশ জানিয়েছে, রেইনকিংকে খুঁজতে টেনেসি পুলিশ, টেনেসি হাইওয়ে পুলিশ, এফবিআই, ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো ও ফায়ার আর্মস এর সহায়তায় ৮০ জন কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। ন্যাশভিলে মেট্রোপলিটন পুলিশ প্রধান স্টিভ অ্যান্ডারসন বলেছেন, ‘রেইনকিং কোনো সুনির্দিষ্ট কারণ ও উদ্দেশ্য ছাড়াই চারজনকে হত্যা করেছে। তাই আমরা খুবই উদ্বিগ্ন।’ রেইনকিং ফের হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সবাইকে চোখ-কান খোলা রেখে ঘরের দরজা বন্ধ রাখতে বলেছে। তথ্য : সিএনএন ও এনডিটিভি
×