ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসি আনোয়ারের শাস্তির দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ২০:১০, ২৪ এপ্রিল ২০১৮

ডিসি আনোয়ারের শাস্তির দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

অনলাইন রিপোর্টার ॥ আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিএমপি সদর দফতরের গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। গতকাল বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা । রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিএনপির বিভোক্ষ মিছিল ছত্রভঙ্গ করে দেয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় পুলিশ। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিককে হেনস্তা করা হয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদেরকে পুলিশ গাড়িতে তুলে পল্টন থানায় নিয়ে যায়। অবশ্য পরে অন্যান্য মিডিয়ার সাংবাদিকরা থানায় উপস্থিত হলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
×