ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ড ১৫ দোকান ভস্মিভূত

প্রকাশিত: ০৩:১১, ২৪ এপ্রিল ২০১৮

 রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ড ১৫ দোকান ভস্মিভূত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিবিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ১৫টি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ভোরে অগ্নিকান্ড ঘটনা ঘটলে আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে জগন্নাত সাহা, আনন্দ ও দুলালের ঔষধের দোকান, রুপায়েত, আলাউদ্দিন, কাশেম ও রহিমের ভূষা মালের দোকান, সুজনের সেলুন দোকান, মিলাদ ও রায়হান উদ্দিনের মুদি দোকান, আব্বাস উদ্দিনের কাপড় ও জুতার দোকান, জগন্নাত সাহার চায়ের দোকান, মো: হাসানের ইলেকট্রনিক্স দোকান, মো. সাইফ উদ্দিনের কিটনাশক ঔষধের দোকান এবং মো. আলাউদ্দিনের কসমেটিক দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়। এদিকে ডাকাতের ভয়ে পারভিন আক্তার, আব্বাস উদ্দিনের কাপড় ও জুতার দোকানে দু’লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার আমানত রেখে যায়। ওই সম্পদগুলো আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়, এরমধ্যে দু’ভরি গলিত স্বর্ণের সন্ধান পেলেও বাকি সম্পদ হারিয়ে পারভিন আক্তার দিশেহারা। রামগতি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো: আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পরিস্থি’তি নিয়ন্ত্রনে আনে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের মাঝে টেউটিন ও নগদ তিন হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও তিনি জানান।
×