ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ এপ্রিল ২০১৮

 দুর্যোগ মোকাবেলায়  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :  ত্রাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। ভূমিকম্প, পাহাড় ধ্বস ও ঘূর্ণিঝড় মোকাবেলায় জনগণকে সচেতন করে তুলতে হবে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বাঁশখালীতে ৩০ হাজারের অধিক লোক প্রাণ হারান। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, বিডিআর, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সিপিপি, রেডক্রস ও সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়। তাহলেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণভাবে এগিয়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলবাসীর জীবন রক্ষার্থে চট্টগ্রামের বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের জন্য ২শ কোটি টাকার অধিক বরাদ্দ দিয়েছে। যার ফল বাঁশখালীর উপকূলবাসী বর্তমানে ভোগ করছে। তাছাড়া মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে বলে তিনি জানান। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে সিপিপি উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঘূর্ণিঝড় মোকাবেলামূলক মহড়া পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া। দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়ায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোঃ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। মহড়া ও ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হিরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মোঃ ইয়াছিন ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রমুখ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সকল ইউপি চেয়ারম্যাগণ এলাকার রাস্তাঘাট, ব্রীজ ও সাইক্লোন সেল্টারের অপ্রতুলের কথা মন্ত্রী মহোদয়কে জানান। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে সিপিপি’র উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা মূলক মহড়া ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বাঁশখালীর সিপিপি সদস্যদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতিমূলক মহড়া ও ডিসপ্লে দেখে মুগ্ধ হন। তাছাড়া সিপিপি’র সকল সদস্যের জন্য দুর্যোগ মোকাবেলার সামগ্রী বিতরণও করেন তিনি।
×