ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় ধাপে বিপুল ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত

প্রকাশিত: ০৫:৩১, ২৫ এপ্রিল ২০১৮

রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় ধাপে বিপুল ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় ধাপে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত। আগামী মে মাসের প্রথম সপ্তাহে এসব ত্রাণসামগ্রী বাংলাদেশে এসে পৌঁছাবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আসন্ন বর্ষা মৌসুমের কথা চিন্তা করে শুকনো খাবার, কেরোসিন স্টোভ, শুঁটকি, গামবুটসহ বিভিন্ন দ্রব্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের বর্তমান দিল্লী সফরের বিষয়ে জানতে চাইলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভারত সফর দুই সরকারের নয়, বরং এটি পার্টির সঙ্গে পার্টির মেলবন্ধন স্বরূপ।
×