ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পথশিশুদের কল্যাণে কর্মঘণ্টা ব্যয়

প্রকাশিত: ০৫:৩১, ২৫ এপ্রিল ২০১৮

পথশিশুদের কল্যাণে কর্মঘণ্টা ব্যয়

স্টাফ রিপোর্টার ॥ পথশিশুদের কল্যাণে নিজেদের একদিনের কর্মঘণ্টা ব্যয় করেছেন নোভারটিস বাংলাদেশের ১২০ কর্মী। রবিবার নোভারটিস বাংলাদেশের ২২তম কমিউনিটি পার্টনারশিপ ডে উপলক্ষে এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ প্রতিষ্ঠানের কর্মীরা। সূত্র জানিয়েছে, নোভারটিস বাংলাদেশ এ বছর স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে কমিউনিটি পার্টনারশিপ ডে উদযাপন করে। বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত সমাজের আশ্রয়হীন, ঝুঁঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা, আশ্রয় এবং ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। নোভারটিসের কর্মীরা স্বেচ্ছায় তাদের তাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়। তাদের জন্য রান্না, খাবার পরিবেশন, গল্প বলা, খেলাধুলা করার পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সচেতন করেন ভোর্টিস কর্মীরা। সুইজারল্যান্ড ভিত্তিক বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নোভারটিস এজির সহ-প্রতিষ্ঠান হিসেবে নোভারটিস লিমিটেড কার্যক্রম পরিচালনা করছে।
×