ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একে আজাদ, তাবিথ ও আবদুল হাই বাচ্চুকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৩২, ২৫ এপ্রিল ২০১৮

একে আজাদ, তাবিথ ও আবদুল হাই বাচ্চুকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, বিএনপি নেতা ব্যবসায়ী তাবিথ আউয়াল ও বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় পৃথক তলবি নোটিস পাঠানো হয়েছে। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে এ কে আজাদকে একবার তলব করা হলেও অসুস্থতার কারণে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি। তাই নতুন করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে ৭ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে চতুর্থ বারের মতো আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ তলব করেছে দুদক। অপর নোটিসে তাবিথ আউয়ালকে ৮ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সিলেটে মৃদু ভূমিকম্প স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মাহমুদুল হাসান সোহেল দৈনিক জনকণ্ঠকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের (বার্মার) মাওলাইক। সকাল সাড়ে ১০টার দিকে নগরীজুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
×