ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধনে মেয়রের প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩২, ২৫ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধনে মেয়রের প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌন্দর্যবর্ধন কাজের আওতায় মঙ্গলবার উদ্বোধন হয়েছে ‘আকাশে একঝাঁক পাখি উন্মুক্ত বিচরণ’। নগরীর নেভাল এভিনিউ দক্ষিণ পূর্বপাড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক দ্বীপের শোভা বাড়িয়েছে এই শিল্পকর্ম। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রকল্পটির উদ্বোধন করেন। চসিক মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে কর্পোরেশন। পরিকল্পনার আওতায় ইতোমধ্যে অনেকগুলো সড়কদ্বীপ সেজেছে সুন্দর সাজে। সৌন্দর্যবর্ধনের জন্য অনেকগুলো স্পট চিহ্নিত করা হয়েছে। এ ক্ষেত্রে সহায়তার জন্য বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সাড়া দিয়ে এগিয়ে এসেছে বেশকিছু প্রতিষ্ঠান। তিনি বলেন, ব্যক্তি, শিল্প ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দর নগরী গড়ে তোলা সহজতর হয়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, প্রথম আলোর আবাসিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বার্জার পেইন্টসের মহাব্যবস্থাপক (মার্কেটিং) সাদেক নেওয়াজ, রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কেএম রেজাউল ইসলাম প্রমুখ।
×