ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৮:৩২, ২৫ এপ্রিল ২০১৮

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ এবার এক সংবাদ পাঠিকা আলোচিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন বলে জানা গেছে। ইতোপূর্বে দ্বিতীয় বিয়ের খবর লুকানোর পর তদন্তে তা বেরিয়ে আসে। এরপর তাকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহারও করা হয়েছিল। ওই সংবাদ পাঠিকা প্রথমে ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানার পাশাপাশি পুলিশের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম বিভাগও তদন্ত করছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষও জানে। সংবাদ পাঠিকার অভিযোগ, মিজানুর রহমান মুঠেফোনে তাকে ও তার পরিবারের সবাইকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। বাড়ির বাইরে বের হলে তাকে হেনস্থা করার পাশাপাশি অশ্লীল ছবি তৈরি করে প্রচার করার হুমকি দিয়েছে। গত ১০ এপ্রিল তিনি তার নামে খোলা একটি ফেসবুক পেজের কথা জানতে পারেন। তাতে দেখা যায়, সেই পেজে তার ছবির সঙ্গে অশ্লীল ছবি জুড়ে দেয়া হয়েছে। ডিআইজি ওই সংবাদ পাঠিকা ও তার স্বামীর মোবাইল ফোনের নম্বর অনুসরণ করে। তার স্বামীও এর আগে সাভার থানায় জিডি করেছেন। ইতোপূর্বে চ্যানেলের গাড়িতে করে বাড়ি ফেরার সময় হাতিরঝিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তার কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। মিজানুর রহমান তাকে ফোন করে ৬৪ টুকরো করে ফেলার হুমকি দিয়েছেন। বলেছেন তার মাথা জিরো পয়েন্টে ঝুলিয়ে রাখবেন। প্রাণভয়ে তিনি ও তার স্বামী গত চার মাস ঘরবন্দী অবস্থায় রয়েছেন। একমাত্র সন্তানকে স্কুলে পাঠাতে পারছেন না। ওই নারীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে মিজানুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
×