ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লিভারপুলের

প্রকাশিত: ১৮:৩৮, ২৫ এপ্রিল ২০১৮

রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লিভারপুলের

অনলাইন ডেস্ক ॥ ম্যাচের আগে সামান্য বৃষ্টিতে অ্যানফিল্ড কিছুটা শীতল হয়ে উঠেছিল। তবে ম্যাচটা মোটেও শীতল হয়নি। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলেছে লিভারপুল। সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দারুণ দুই গোল করলেন মোহাম্মদ সালাহ। তবে তিনি ছিলেন শীতল। কোন উদযাপন করেননি। দু’বার জালে বড় জড়িয়েছেন। দু’বারই রোমা সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। সাবেক ক্লাব বলে কথা। তাদের প্রতি সম্মান তো সালাহ দেখাবেনই। সালাহর দুই গোলর পাশাপাশি আরো দুই গোলে সহায়তা করেছেন। রোমাকে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে তার দল লিভারপুল হারিয়েছে ৫-২ ব্যবধানে। এ জয়ে ফাইনালের পথ অনেকটা এগিয়ে রেখেছে প্রিমিয়ার লিগের দলটি। তবে শেষের দিকে দুই গোল করে দ্বিতীয় লেগের জন্য ম্যাচটি ঝুলিয়ে রেখেছে রোমা। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ ব্যবধানে হারে রোমা। এরপর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জয় নিয়ে সেমিতে আনে রোমা। সেই কাজটা আরেকবার করে দেখানোর সুযোগ নিয়ে মাঠ ছেড়েছে ইতালির দলটি। শুরু থেকেই লিভারপুল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। পাঁচ মিনিটের মাথায় প্রথম আক্রমণ শানেন ফিরমিনহো। কিন্তু লক্ষ্যে থাকেনি তার শট। এরপর মানে দারুণ দুটি সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের ২৯ মিনিটে পরিষ্কার সুযোগ নষ্ট করার পর ৩০ মিনিটে আবার বাইরে বল মারেন সাদিও মানে। কিন্তু সালাহ কোন ভুল করেননি। ম্যাচের ৩৫ মিনিটে করেছেন চোখ ধাঁধাঁনো এক গোল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক দারুণ গোল করেন সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ করে খেলতে শুরু করে লিভারপুল। ফলও পায়। ৫৬ মিনিটে সালাহের বাড়ানো বল থেকে গোল করেন মানে। ব্যবধান বেড়ে হয় ৩-০। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আবার গোলের মুখে বল বাড়ান সালাহ। ৩৫ মিনিটে সালহকে গোল করতে সহায়তা করা ফিরনিনহোকে দিয়ে গোল করালেন মিসরের এই তারকা। ৬৮ মিনিটে আবার কর্ণার কিক থেকে গোল করেন ব্রাজিলিয়ান স্টাইকার ফিরমিনহো। রোমাকে বিধ্বস্ত করে দেন ৫-০ গোলে। ম্যাচের ৭৫ মিনিটে সালাহকে তুলে নেন লিভারপুল কোচ জার্গের ক্লাপ। সেটাই কিনা কাল হয়েছে অলরেডসদের জন্য। তার উঠে যাওয়ার পাঁচ মিনিট পরে ৮১ মিনিটে প্রথম গোল করে রোমা। এর তিন মিনিট পর ৮৪ মিনিটে পেনাল্টি পায় রোমা। বক্সের মধ্যে লিভারপুল খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি দিতে দেরি করেননি রেফারি। স্পট কিক থেকে গোল করেন পেরাত্তি। ব্যবধান কমিয়ে আনেন ৫-২ এ। রোমার জন্য এই অ্যাওয়ে দুই গোলই ভরসা। এর আগে যে বার্সেলোনার মাঠ থেকে একটি অ্যাওয়ে গোল নিয়ে ফেরা রোমা পরের লেগে সেটা দারুণ কাজে লাগিয়েছিল। রোমার সামনে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে সেটা আরো একবার দেখানোর সুযোগ। বার্সার সঙ্গে রোমা যেহেতু পেরেছে লিভারপুলের বিপক্ষে তারা নিশ্চয় স্বপ্নটা দেখবেন।
×