ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাহিম মাসরুরকে ছেড়ে দেওয়া হয়েছে

প্রকাশিত: ০১:২২, ২৫ এপ্রিল ২০১৮

ফাহিম মাসরুরকে ছেড়ে দেওয়া হয়েছে

অনলাইন রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাসরুরকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম ও ডিএমপির উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের পরই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ফাহিম মাসরুরকে। তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত চলছে। তদন্তে এখনও তার ফেসবুক অ্যকাউন্ট থেকে উসকানিমূলক কিছু পাওয়া যায়নি। সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই অভিযোগেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার ফেসবুক ঘেঁটে আমরা এখনও তেমন কিছু পাইনি। এ জন্য মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।’ সাইবার ক্রাইম ইউনিট সাধারণ মানুষকে হয়রানি করে না বলেও মন্তব্য করেন তিনি। ডিএমপির উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, ‘ফাহিম মাসরুরকে নিয়ে আসার পর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।’ এর আগে, আজ বুধবার (২৫ এপ্রিল) সকালে ফাহিম মাসরুরকে কাওরান বাজারের বিডিবিএল ভবনে নিজ কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় সিটিটিসি ইউনিট। গত রবিবার (২২ এপ্রিল) রাজধানীর কাফরুল থানায় দায়ের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল।
×