ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মগড় সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০১:৪৫, ২৫ এপ্রিল ২০১৮

ধর্মগড় সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে আশরাফুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবি বিএসএফ’কে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার ধর্মগড় চিকনী গ্রামের চান মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলাম (৩২) বুধবার ভোর চার টার দিকে সদলবলে ধর্মগড় সীমান্তর ৩৭৩/৫-এস এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় গরু আনার চেস্টা চালায়। ওই সময় ভারতের কুকড়াদহ ক্যাম্পের সদস্যরা গরু সহ আটক করে ভারতের ইসলামপুর থানায় হস্তান্তর করে। আশরাফুলকে আটক করলে অন্যান্যরা পালিয়ে আসে। এ ব্যাপারে ৫০ বিজিবির পরিচালক লে: কর্নেল মোহাম্মদ হোসেন জানান,আশরাফুল ইসলাম ভারতীয় গরু আনার সময় ভারত অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
×