ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ঘরে ঘরে ভোট চাইছেন প্রার্থীরা

প্রকাশিত: ০২:৪৮, ২৫ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ঘরে ঘরে ভোট চাইছেন প্রার্থীরা

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নুরুল ইসলাম, টঙ্গী ॥ উৎসব মুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্ধের পর ক্রমেই জমে উঠছে এ সিটি কর্পোরেশনের নির্বাচন। শহরের অলিগলি, বাজার, রাস্তার পাশে টাঙ্গানো হয়েছেন নির্বাচনী পোষ্টার। এলাকায় এলাকায় মাইকিং, হ্যান্ডবিল দিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণায় রয়েছেন সমর্থক, কর্মীরা। গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হচ্ছে নির্বাচনী ক্যাম্প। এলাকায় ঘরে ঘরে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন, দোয়া চাইছেন প্রার্থীরা। এদিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক মামলার আসামিরা নির্বাচনী এলাকায় প্রবেশ করে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী। এছাড়াও তিনি গণতন্ত্রের স্বার্থে, ভোটারদের স্বার্থে, এলাকার মানুষের জানমালের স্বার্থে এক মঞ্চে এমনকি একই গাড়ীতে করে নির্বাচনী প্রচারণা চালাতে বিএনপি’র মেয়র প্রার্থীকে আহবান জানিয়েছেন। বুধবার সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার গাছা এলাকার স্থানীয় আনু মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা ধানের শীষ প্রতীকের মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান শওকত হোসেন সরকার, গাছা সাংগঠনিক থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান, তাঁতীদলের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাছা সাংগঠনিক থানা জামায়াতের আমির মোতালিব হোসেন, যুবদল নেতা জিল্লুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে হাসান উদ্দিন সরকার প্রার্থীদের মিথ্যাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, সকল অপরাধের মূল হলো মিথ্যাচার করা। মিথ্যাচারের মাধ্যমে জনগণ বিভ্রান্ত হয়। আল্লাহর পরে স্থান হচ্ছে জনগনের। সুতরাং জনগণ বিভ্রান্ত হলে মানুষ বিপদগ্রস্ত হবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগনকে বিভ্রান্ত করার অধিকার আমারও নাই, অন্য কারো নাই। এছাড়া হাসান উদ্দিন সরকার স্থানীয় রশিদ মার্কেট , ইছর কান্দি, কাথোরা, কলমেশ্বর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। পথে একাধিক পথসভায় তিনি বক্তব্য রাখেন। অপর দিকে ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সকাল থেকে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নির্বাচনী ভাবনা নিয়ে স্বাক্ষাৎকার দেন। এসময় জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে মন্তব্য করে বলেন, স্থানীয় সরকারে বিগত ২০ দলীয় জোটের শাসনামলে আমাদের এখানে রাস্তাঘাট, পয়ঃনিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গাজীপুর একটি ডাস্টবিনের শহরে পরিণত হয়েছে। আমি প্রথম অবস্থায় এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ময়লা আবর্জনা কিভাবে পরিস্কার করা যায়ম কিভাবে ড্রেনেজ ব্যবস্থা করা যায়। দ্রুত যানজট মুক্ত শহর কিভাবে করা যায় সেটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি কাজ করছি। সেই লক্ষ্যে ১৫ তারিখে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি গাজীপুরকে ক্লিন এবং গ্রীণ সিটি করপোরেশন গড়তে চাই। সাধারণ মানুষ জ্বালাও পোড়াও চায় না, মামলা-হামলা চায়না, তারা একটি নিরাপদ শহর চায়। এর আগে জাহাঙ্গীর আলম মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির রুহুল আমিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলররাও এলাকায় গণসংযোগ করে ভোট চাইছেন।
×