ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কঠোর আন্দোলন করে গণতন্ত্র রক্ষা করতে হবে : মির্জা আব্বাস

প্রকাশিত: ০৩:০৩, ২৫ এপ্রিল ২০১৮

কঠোর আন্দোলন করে গণতন্ত্র রক্ষা করতে হবে :  মির্জা আব্বাস

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের কথা বলার অধিকার নেই, কথা বলার জায়গা নেই। আমরা কোথাও সভা সমাবেশ করতে চাইলে আমাদের মাঠ দেওয়া না। কোথাও সভা-সমাবেশ করতে চাইলে আমাদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে সবাইকে সংগঠিত করুন। এমন সময় আসবে আমাদের রাজপথে কঠোর আন্দোলন করতে হবে। তখন আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন এ সরকারকে পরাজিত করে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। মানবন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।
×