ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননের সুপারিশ

প্রকাশিত: ০০:১২, ২৬ এপ্রিল ২০১৮

 নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননের সুপারিশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় তুলশীগঙ্গা নদী সুরক্ষার লক্ষ্যে জনসাধারনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তুলশীগঙ্গা নদীতীরবর্তী পিরোজপুর মহল্লায় জাতীয় নদী রক্ষা কমিটি সদর উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় নদী রক্ষা কমিটি সদর উপজেলা শাখার সভাপতি মুশতানজিদা পারভীন এ সভায় সভাপতিত্ব করেন। “তুলশীগঙ্গা রক্ষা করি, পরিচ্ছন্ন নওগাঁ গড়ি” শিরোনামে আয়োজিত এই মতবিনিময় সভায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় নদী রক্ষা কমিটি নওগাঁ জেলা কমিটির সদস্য মোঃ কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম লতিফ, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে উঠে আসে, এই তুলশীগঙ্গা নদী এক সময় ছিল খুবই খরস্রোতা। নদীর বুকে পাল তোলা নৌকা চলতো। ব্যবসা বানিজ্য, কৃষি উৎপাদন এবং মৎস্য আহরনে এই নদীর ভুমিকা ছিল গুরুত্বপূর্ন। কিন্তু নদীর উজানে তিলকপুর ইউনিয়নের ছিটকিতলা নামক স্থানে বাঁধ দিয়ে নদীর গতিপথ বন্ধ করে তা ছোট যমুনা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয়ায় এ নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। এছাড়াও নানাভাবে দখল, ময়লা আবর্জনা ও বয়লারের ছাই ফেলে নদীটিকে আরও সংকুচিত এবং দুষিত করা হয়েছে। বক্তাগন এই নদীর পূর্বের গতি ফিরে আনা, দখলমুক্ত করা এবং বাঁধ দিয়ে বন্ধ করে দেয়ার স্থান থেকে অপর নদীর মিলনস্থল পর্যন্ত খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনার সুপারিশ করেন।
×