ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:১৩, ২৬ এপ্রিল ২০১৮

 নওগাঁয় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বৃহষ্পতিবার দুপুর ১২টায় নওগাঁয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাষ্টের সদস্যদের ওরিয়েন্টেশন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম ও আলেম-ওলামাদের ভুমিকা শীর্ষক জেলা ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে। নওগাঁ জেলা স্কুল মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ কে এম জাকিউজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা আব্দুল ওয়াহেদ আল কাদরীসহ বিভিন্ন ইমামবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক ইমাম-মুয়াজ্জিনগণ অংশগ্রহন করেন। সভায় জানানো হয়, নওগাঁ জেলায় ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাষ্টের মোট সদস্য সংখ্যা ৩ হাজার ৯১ জন। এ জেলায় ট্রাষ্টের মোট ১৫০ জন সদস্যের মধ্যে এককালীন সাহায্য প্রদান করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার টাকা। অপরদিকে মোট ১২৭ জন সদস্যের মধ্যে ঋন বিতরন করা হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার টাকা।
×