ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

প্রকাশিত: ০২:৫৯, ২৬ এপ্রিল ২০১৮

 দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

অনলাইন রিপোর্টার ॥ ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ ও ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ নামে আরও দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০১টিতে। এর আগে, গত ১৭ এপ্রিল ‘খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়’, রাজশাহীতে ‘আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ২৯ জানুয়ারি রাজধানীতে স্থাপনের জন্য ‘জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস বিশ্ববিদ্যালয়’ এর অনুমোদন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় আদেশ সূত্রে জানা যায়, ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ স্থাপনের অনুমোদন চান ট্রাস্টের চেয়ারম্যান বিএম শামসুল হক ও ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়ের’ অনুমোদন চান বান্দরবান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে সংসদ সদস্য বীর বাহাদুর উশেসিং। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ৩৬ ধারা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতিতে একই আইনের ৭ এর ১ ও ২ ধারা অনুযায়ী ২৩টি শর্তে বিশ্ববিদ্যালয় দু’টির অনুমোদন দেওয়া হয়।
×