ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত রুমানা

প্রকাশিত: ০৫:৪১, ২৭ এপ্রিল ২০১৮

তামিমের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত রুমানা

স্পোর্টস রিপোর্টার ॥ আর কয়েকদিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে নামতে হবে। অথচ নেই কোন ব্যাট। কী করার? এমন সময়ই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের সামনে হাজির বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তাও আবার ব্যাটসহ হাজির। নিজের ব্যাট আবার রুমানার হাতে তুলেও দিয়েছেন। তামিমের দেয়া ব্যাট পেয়ে সে কি আনন্দ রুমানার। উচ্ছ্বসিত রুমানা। বলেছেন, ‘খুব আনন্দিত আমাদের ভাইরা আমাদের সমর্থন দিচ্ছেন।’ দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে সিলেটে ক্যাম্প করেছেন রুমানারা। সিলেটে ১২ দিনের ক্যাম্প হয়। সিলেটে ক্যাম্প করতে যাওয়ার আগেরদিন রুমানার দুটি ব্যাট চুরি হয়ে যায়। ক্যাম্পে অন্যের ব্যাট দিয়ে ব্যাটিং করেন ওয়ানডে অধিনায়ক। ২৫ এপ্রিল ঢাকায় ফিরেন নারী ক্রিকেটাররা। পরদিন বৃহস্পতিবার তামিমের সঙ্গে দেখা হলে ঘটনা জানান। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে তার কাছে কোন ব্যাট নেই। চুরি হয়ে গেছে। রুমানা তাই কোন উপায় না পেয়ে তামিমকে ঘটনা জানান। ঘটনা জানানোর কারণও আছে। দক্ষিণ আফ্রিকা উড়াল দিতে আর একদিন হাতে আছে। এমন মুহূর্তে মনের মতো ব্যাট পাওয়া কঠিনই হবে। তাছাড়া ব্যাট কিনতে অর্থেরও প্রয়োজন। অনেক দামী ব্যাট। তামিম যে ‘সিএ’ ব্যাট দিয়ে খেলেন। রুমানাও একই ব্যাট দিয়ে খেলেন। তাই রুমানা কোন উপায় না পেয়ে তামিমকে ঘটনা জানান। তামিমও ১০ মিনিটের মধ্যে রুমানাকে একটি ব্যাট উপহার দিয়ে দেন। রুমানাও ভীষণ খুশি হয়েছেন। রুমানা এ নিয়ে জানান, ‘সত্যি অবাক হয়েছিল এবং বিষয়টি আনন্দেরও। উনি আমাকে নিজের সিএ’র ম্যাচ ব্যাটটি উপহার দিলেন। আমাদের দেশের গর্ব এত হেল্পফুল জানাই ছিল না।’ সঙ্গে যোগ করেন, ‘আসলে ক্যাম্প শুরুর আগেরদিন আমার দুইটা ব্যাটই চুরি হয়ে যায়। যার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল ব্যাট নিয়ে। আমি এটা তামিম ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তারপর তামিম ভাই আমাকে একটি ব্যাট উপহার দেন।’ তামিম এ ব্যাট দেয়া নিয়ে জানান, ‘ওর ব্যাট দুটোই চুরি হয়ে গেছে। তাই উপহার দিলাম।’ তামিমের এ ব্যাট দিয়ে দক্ষিণ আফ্রিকা মাতাতে চান রুমানা, ‘ব্যাটে কি হবে আমি জানি না, আমি আমার মেধা ও প্রতিভা দিয়ে খেলতে চাই।’ দক্ষিণ আফ্রিকায় গিয়ে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জন্য সিলেটে ক্রিকেটারদের ক্যাম্প হয়েছে। এ সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের নারী দল ঘোষণাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ওয়ানডের নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ। টি২০’র নেতৃত্ব দেবেন সালমা খাতুন। ঘোষিত দলে রুমানা, সালমা, নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম আছেন। প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে ৪ মে। এরপর ৬ মে দ্বিতীয়, ৯ মে তৃতীয়, ১১ মে চতুর্থ ও ১৪ মে পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ১৭ মে প্রথম টি২০, ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি২০ হবে। এই দলে একজন নারী ক্রিকেটারই সিএ ব্যাট দিয়ে খেলেন। তিনি রুমানা আহমেদ। তামিম যখন জানলেন রুমানার ব্যাট দুটি চুরি হয়ে গেছে তখন রুমানাকে ব্যাট উপহার দেন তামিম। সেই ব্যাট পেয়ে উচ্ছ্বসিতও রুমানা।
×