ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোহলি

প্রকাশিত: ০৫:৪২, ২৭ এপ্রিল ২০১৮

ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচে ৩৩ ছক্কা। ব্যাটসম্যানরা যেন বোলারদের নিয়ে রীতিমতো হোলিখেলায় মেতেছিলেন। সেই ছক্কার ম্যাচে শেষ পর্যন্ত একটি ছয় বেশি হাঁকিয়ে জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। ২০৫ রান করেও জিততে পারেনি বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ জয়ের পেছনে মূল ভূমিকাই পালন করেছেন ১ চার ৭ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৭০ রান করা ধোনি। ম্যাচে বোলারদের যেমন দুষেছেন তেমনি আবার সাবেক এ ভারতীয় অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন কোহলি। ৩৬ বছর বয়সেও এমন ব্যাটিং তা-বে দলের জন্য যেভাবে নিয়মিত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন তাতে করে এমন প্রশংসা পেতেই পারেন ধোনি। মাত্র ১০ দিন আগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছিলেন ধোনি। নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছা দলকেও অস্বাভাবিক এক জয়ের পথে নিয়ে যান। সেদিন ৪৪ বলে ৬ চার, ৫ ছক্কায় ৭৯ রান করে অপরাজেয় থাকলেও দলকে জেতাতে পারেননি। চেন্নাই হেরে যায় ৪ রানে। কিন্তু একই ভুল ব্যাঙ্গালুরুর বিপক্ষে করেননি। এবার লক্ষ্যটা ছিল আরও বড়, আর ধোনি সে কারণেই হিসেব কষে আরও বেশি আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন। ২ বল বাকি থাকতেই দলকে বিজয়ী করে মাঠ ছেড়েছেন। ২০৫ রান করতে গিয়ে ১৬ ছক্কা হাঁকিয়েছিল ব্যাঙ্গালুরু। এর মধ্যে ৮টিই হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। চেন্নাইয়ের হয়ে সেটি ফেরত দিয়েছেন আম্বাতি রাইয়ুডু। তিনি হাঁকিয়েছেন ৮ ছক্কা। রাইয়ুডুর সাজঘরে ফিরে যাওয়ার পর সঙ্কটেই পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু ধোনি নামার পর আবার সবকিছু পাল্টে যায়। ঝড় তোলেন তিনি। ৭ ছক্কা হাঁকিয়েছেন ধোনি। চেন্নাইয়ের ছক্কা দাঁড়ায় ১৭টি। ম্যাচে সবমিলিয়ে ৩৩ ছক্কার রেকর্ড হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে ১৮ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে কোহলিকে। তিনি ম্যাচশেষে বলেন, ‘আমরা যেভাবে বোলিং করেছি তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শেষের দিকে এভাবে এত রান দেয়া বড় অপরাধ।’ তবে এর পেছনে ধোনির ধ্বংসাত্মক চেহারার দুরন্ত ব্যাটিংও ভূমিকা রেখেছে। তার বিষয়ে কোহলি বলেন, ‘ধোনিকে দেখে মনে হচ্ছে তিনি দারুণ অবস্থায় আছেন এই মুহূর্তে। তিনি এই আইপিএলে খুব ভালভাবে মারতে পারছেন বলগুলো। কিন্তু আমাদের বিপক্ষে সেটা দেখা অবশ্যই দারুণ কিছু নয়।’
×