ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে টি২০ বিশ্বকাপ

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে টি২০ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক পরিবর্তন আসছেই বিশ্ব ক্রিকেটে। সব ফরমেটেই ধারাবাহিকভাবে নিয়ম-কানুনের পরিবর্তনটা গতিশীল। এর সঙ্গে আবার বিভিন্ন টুর্নামেন্টের ফরমেট পরিবর্তন এবং ব্যাপ্তি, অংশগ্রহণকারী দলের সংখ্যা, খেলার ধরন, আয়োজনের সময়ের বিরতিতে পরিবর্তন ইত্যাদি করেই চলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আরেকটি চমকের খবর জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার পরিবর্তে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। হিসেব মতে পরবর্তী টি২০ বিশ্বকাপ ২০২০ সালেই হওয়ার কথা। অর্থাৎ পরপর দুই বছর অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। আইসিসি অনেকদিন ধরেই আলোচনা করছিল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করার বিষয়টি নিয়ে। সেটা নিয়ে বিশ্ব ক্রিকেটে অনেক আলোচনাই হয়েছে। হিসেব অনুসারে আগামী ২০২১ সালে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা। সেটার আয়োজক হিসেবে ইতোমধ্যেই ভারতের নামও চূড়ান্ত হয়েছিল। কিন্তু এবার ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিয়ে তার বদলে টি২০ বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পূর্ব নির্ধারিত ভেন্যু ভারতেই অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট। ফলে টানা দুই বছর সংক্ষিপ্ত ফরমেটের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগের বছর ২০২০ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে নির্ধারিত টি২০ বিশ্বকাপ। অর্থাৎ ২০২১ সালের আসরটি হবে বিশেষ টি২০ বিশ্বকাপ। এছাড়া টি২০ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটকে আরও ছড়িয়ে দিতে ১০৪ দেশকে দেয়া হয়েছে টি২০ খেলার মর্যাদা। সদস্য ১০৪ দেশের ছেলে ও মেয়েদের দলকে এই মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফলে সবগুলো টি২০ ম্যাচই আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে। বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন অবশ্য জানিয়েছেন এই মর্যাদার সঙ্গে গ্লোবাল র‌্যাঙ্কিং ব্যবস্থাও চালু করবে আইসিসি। এই মুহূর্তে ১৮ সদস্য দেশকে দেয়া আছে এই ক্ষুদ্র ফরমেটের ক্রিকেটে আন্তর্জাতিক মর্যাদা। এর মধ্যে মাত্র ১২টি পূর্ণ সদস্য দেশ।
×