ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসি-রোনাল্ডোর রাজত্বে সালাহর হানা

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ এপ্রিল ২০১৮

মেসি-রোনাল্ডোর রাজত্বে সালাহর হানা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যালন ডি’অর পুরস্কারটাকে যেন একেবারেই নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত এক দশক ধরেই ফুটবলারদের স্বপ্নের এই ট্রফিটাকে অদল-বদল করে নিচ্ছেন তারা। ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে ব্যালন ডি’অর ওঠার পরের সময়টাতে মেসি-রোনাল্ডো ছাড়া আর কোন খেলোয়াড়ই জিততে পারেননি এই পুরস্কার। অবশেষে তাদের রাজত্বে হানা দিচ্ছেন তরুণ প্রতিভাবান ফুটবলার মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যেই লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড ব্যালন ডি’অর জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছেন। ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ইয়ান রাইট মনে করেন, সালাহ যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারে তাহলে ব্যালন ডি’অর জেতাটা খুব সহজ হয়ে যাবে তার। আর্সেনালের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইট বলেন, ‘সে (রোনাল্ডো) বেশ কয়েকবার ব্যালন ডি’অর জিতেছে। তবে শুধু এই কারণেই যে সালাহ এগিয়ে থাকবে তা নয়। বরং সালাহ যেভাবে খেলছে পারফর্মেন্সের এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে শুধু আলোচনাতেই নয় বরং এটা (ব্যালন ডি’অর) জেতারও খুব ভাল সুযোগ রয়েছে।’ চলতি মৌসুমের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই অসাধারণ পারফর্ম করছেন তিনি। তার চমকপ্রদ পারফর্মেন্সের ওপর ভর করেই এক দশক পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের টিকেট কাটে লিভারপুল। শুধু তাই নয়, ১১ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে খেলারও খুব কাছে এখন লিভারপুল। কেননা ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার যে তার সাবেক ক্লাব রোমাকেও ৫-২ গোলে উড়িয়ে দেয় সালাহরা। এই ম্যাচেরও নায়ক সালাহ। নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। পাঁচ গোলের চারটিতেই ভূমিকা রেখেছেন সালাহ। রোমার বিপক্ষে দুইবার বল জড়ানোর সৌজন্যে চলতি মৌসুমে অলরেডদের হয়ে সবধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪২ গোলের রেকর্ড গড়লেন সালাহ। এদিকে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড। তার সঙ্গে এই লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসিও। এলএম টেনের ডানায় ভর করে লা লিগায় উড়ছে বার্সিলোনা। এছাড়া কোপা ডেল’রেতেও ইতিহাস গড়ে তারা। ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম দল হিসেবে টানা চারবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মেসির দল। যার পেছনে বড় ভূমিকা রাখছেন লিওনেল মেসি। লা লিগায় এখন পর্যন্ত মেসির গোল ২৯টি। সতীর্থদের দিয়ে আরও ১২ গোল করাতে ভূমিকা রেখেছেন তিনি। তারপর সর্বোচ্চ গোলের তালিকায় লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যার গোলসংখ্যা ২৪টি। সি আর সেভেনের চেয়ে একটি গোল কম নিয়ে তিনে আছেন বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ৩১ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন সালাহ। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের সর্বোচ্চ গোলের মালিক এখন সালাহ। তার সামনে সুযোগ এসেছে প্রথমবারের মতো স্বপ্নের এই ট্রফি উঁচিয়ে ধরার। গোল্ডেন বুটের দৌড়ে সালাহ-মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বেয়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিও। বেয়ার্ন মিউনিখের হয়ে ২৮ গোল করেছেন তিনি। মৌসুমের শুরু থেকেই সালাহর দুর্দান্ত পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো। এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। গত গ্রীষ্মকালীন দলবদলে কোন খেলোয়াড়কে কিনেনি লস ব্ল্যাঙ্কোসরা। তাই এবার বাজিমাত করতে চায় তারা। গণমাধ্যমে গুঞ্জন লিভারপুল থেকে সালাহকে আনার জন্য সবধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর জন্য ৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি তারা। নগদ এই অর্থের পাশাপাশি রিয়াল মাদ্রিদ তাদের স্প্যানিশ মিডফিল্ডার ইস্কোকেও দেয়ার প্রস্তাব করবে লিভারপুলকে।
×