ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেই আফুসি আবারও শেখ জামালে!

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ এপ্রিল ২০১৮

সেই আফুসি আবারও শেখ জামালে!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাপারটা বিস্ময়করই। একটি ক্লাবের কোচের দায়িত্ব নিতে এসে যদি সেই ক্লাবকে কোন কিছু না জানিয়েই কোচ চলে যান তাহলে নিশ্চয়ই সেটা চাঞ্চল্যকর বটে। আর এমন ঘটনাই গত বছরের নবেম্বরে ঘটিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাইজিরিয়ান কোচ জোসেফ আফুসি। তখন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল আফুসির কাছ থেকে তারা ২০ হাজার ডলার পাওনা। টাকাটা আফুসি নিয়েছিলেন অগ্রিম। আরও বিস্ময়কর ব্যাপার- যার সঙ্গে এত গন্ডগোল সেই আফুসিকেই কিনা আবারও ফিরিয়ে আনছে শেখ জামাল ধানমন্ডি। এ প্রসঙ্গে ক্লাবটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, ‘সবকিছু ঠিক থাকলে কালই (আজ শুক্রবার) ভারত থেকে বাংলাদেশে এসে আবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হেড কোচের দায়িত্ব নেবে আফুসি। এছাড়া অচিরেই আবারও দলে যোগ দেবেন আমাদের আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার এ্যারিয়েল কোলম্যানও। কোলম্যান একা আসবেন না। সঙ্গে করে নিয়ে আসবেন তার স্বদেশী-সহকারী এক ফিটনেস ট্রেনারকেও।’ হেলাল আরও জানান- এবার আফুসির পারিশ্রমিক আগের চেয়ে কিছুটা বাড়িয়ে দেয়া হবে (আগে ছিল মাসিক সাত হাজার ডলার)। যে ২০ হাজার ডলার তার কাছে পাওনা ছিল ক্লাব সেটা তার বেতন থেকে সমন্বয় করা হবে। কেন আবারও ফেরানো হচ্ছে সেই আফুসিকেই? হেলালের ব্যাখ্যা, ‘আমরা অনেক ভেবে দেখলাম যত সমস্যাই থাকুক, আফুসিই আমাদের জন্য সঠিক, যোগ্য ও যথার্থ কোচ। কেননা তিনি আমাদের ক্লাবের খেলোয়াড়দের এবং সবকিছু সম্পর্কে ভাল জানেন। তিনি খেলোয়াড়দের ভাল বোঝেন, ভাল প্রশিক্ষণ এবং ভালভাবে উজ্জীবিত করতে পারেন। আমাদের এমন কোচই দরকার। তাই আফুসিকেই আবারও ফিরিয়ে আনছি।’ হেলাল আরও যোগ করেন, ‘আফুসিকে ফেরাতে ওর সঙ্গে আমি যখন যোগাযোগ করি তখন গত বছর যেভাবে না জানিয়ে সে চলে গিয়েছিল তাতে সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং আমাদের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সে জানিয়েছে ওই সময় সে আসলে ঝোঁকের মাথায় এবং আবেগবশতই এই কাজটি করেছিল। একটা সংসারে যেমন এক সঙ্গে বাস করতে গেলে একটু-আধটু ঝগড়াঝাটি হয়ই। আফুসির বেলাতেও তাই হয়েছে। ও তো শেখ জামালের সঙ্গেই ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে।’ ৬ ফুট ৩ ইঞ্চি এবং ৩৫ বছর বয়সী আফুসি এখন কাজ করছেন ভারতের ক্লাব চার্চিল ব্রাদার্সের সহকারী কোচ হিসেবে। গত নবেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শেষ হতে বাকি ছিল ১১ রাউন্ড। তখনই কাইকে না জানিয়ে দেশ ছাড়েন আফুসি। তবে এর আগেও জামাল ছেড়ে চলে যাবার ঘটনা ঘটিয়েছেন আফুসি। তবে সেটা জানিয়েই। ২০১৫ সালের জুনে ফিরে এসেছিলেন একবার। সেবারের আগের মৌসুমে প্রিমিয়ার লীগের দ্বিতীয়পর্বে শেখ জামাল ছেড়ে চলে গিয়েছিলেন। পরে জুনে ফিরে আসার সময় অবশ্য ভারতের চার্চিল ব্রাদার্সের সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলেন। ২০১১-১২ মৌসুমে খেলোয়াড় থেকে জামালের প্রধান কোচ হয়েছিলেন আফুসি। তার অধীনেই জামাল প্রিমিয়ার লীগে দু’বার চ্যাম্পিয়ন, ১ বার রানার্সআপ; ফেডারেশন কাপে ১ বার চ্যাম্পিয়ন, ১ বার রানার্সআপ, স্বাধীনতা কাপে ১ বার রানার্সআপ, ২০১৪ সালে ভারতের আইএফএ শিল্ডে রানার্সআপ হয় ধানমন্ডির দলটি।
×