ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছবির গল্প - বিশ্বের উচ্চতম সেতু

প্রকাশিত: ০৭:১৮, ২৭ এপ্রিল ২০১৮

ছবির গল্প -  বিশ্বের  উচ্চতম  সেতু

বেইপানজিয়াং সেতু। বিশ্বের উচ্চতম সেতু। য়ুনান আর গুইঝু প্রদেশের মধ্যে যোগসূত্র এই বেইপানজিয়াং ব্রিজ। বেইপানজিয়াং সেতুর উচ্চতা নদীবক্ষ থেকে ৫৬৫ মিটার বা ১ হাজার ৮৫৪ ফুট। এই সেতু তৈরি হওয়ার ফলে ইউয়ানের সুয়ানওয়েই থেকে গুইঝু প্রদেশের শুইচেং অবধি যাত্রাকাল চার ঘণ্টা থেকে কমে এক ঘণ্টায় দাঁড়াচ্ছে। ব্রিজটি তৈরি করতে খরচা হয়েছে ১০০ কোটি ইউয়ান বা ১৪ কোটি ৪০ লাখ ডলার। বেইপানজিয়াং সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৩৪১ মিটার। ২০১৩ সালে এই সেতুর নির্মাণকার্য শুরু হয়। ২০২০ সালের মধ্যে গুইঝু প্রদেশে ১০০ মিটারের বেশি উঁচু দেতুর সংখ্যা ২৫০-এরও বেশি হবে। সাত-সতেরো প্রতিবেদক
×