ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় তারকা বাংলাদেশের ক্রিকেটাররা

প্রকাশিত: ২৩:৩২, ৯ মে ২০১৮

সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় তারকা বাংলাদেশের ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশে মাঠে যেমন, সোশ্যাল মিডিয়াতেও সবচেয়ে বড় তারকা দেশের ক্রিকেটাররাই। বাংলাদেশে ফেসবুক যতটা, টুইটার সেই তুলনায় এখনো তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। কিন্তু তারপরও, বাংলাদেশে টুইটারে মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের অনুসারীর সংখ্যা ২০ লাখের মত। তারপরই মানুষ নজর রাখছে শীর্ষ ক'জন ক্রিকেটারের ওপর। ফলোয়ার বা অনুসারীর সংখ্যার বিচারে টুইটারে শীর্ষ দশের চারজনই ক্রিকেটার। সাকিব আল হাসনকে ফলো করেন ১৩ লাখেরও বেশি মানুষ। মুশফিকুর রহিমের অনুসারী ১০ লাখেরও বেশি, তামিম ইকবালের সাড়ে সাত লাখ এবং মুস্তাফিজুর রহমানের অনুসারী ছয় লাখের বেশি। ক্রিকেটের বাইরে একজন মাত্র বাংলাদেশী টুইটারে শীর্ষ দশের তালিকায় রয়েছেন -গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখের মত। সোশ্যালবেকারস নামে একটি আন্তর্জাতিক মার্কেটিং প্রতিষ্ঠান এই পরিসংখ্যান দিয়েছে। ফেসবুকে বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকাদের ফলোয়ারের সংখ্যা টুইটারের কয়েক গুণ বেশী। ফেসবুকে সাকিবের ফলোয়ার এক কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই। মুশফিকের অনুসারী প্রায় কোটি ছুঁই ছুঁই। মাশরাফির প্রায় ৮৫ লাখ। বাংলাদেশে টুইটারে ক্রিকেটারদের বাইরে মানুষজন সবচেয়ে বেশি অনুসরণ করে মিডিয়াকে। সবচেয়ে বেশি অনুসারী বাংলা দৈনিক প্রথম আলোর, তারপরই বিবিসি বাংলার। সূত্র : বিবিসি বাংলা
×