ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ‘দাড়ি’ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৭:৩৯, ১১ মে ২০১৮

আন্তর্জাতিক ‘দাড়ি’ প্রতিযোগিতা

বিশ্বে কত কী নিয়েই না প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাই বলে পুরুষের দাড়ির প্রতিযোগিতা! সম্প্রতি সেরকমই এক অভিনব প্রতিযোগিতা হয়ে গেলো জার্মানিতে বিশ্ব সংস্কৃতি নারীর চুল নিয়ে গল্প উপন্যাসে নানা কথা থাকলেও পুরুষের দাড়ি সম্পর্কে অত ঘটা করে কিছু শোনা যায় না। আর দাড়ি নিয়ে যে একটি প্রতিযোগিতা হতে পারে, না জানলে মানুষ বিশ্বাসই করবে না। সেরকমই এক প্রতিযোগিতা হয়ে গেলো জার্মানির বাডেন-ভুর্টেমব্যার্গের লাইনফেল্ড-এক্সটারডিংগেনে। ২০ দেশ থেকে মোট ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এতে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন জার্মান এবং আমেরিকান। ন্যাচারাল নাকি ফ্রিস্টাইল? লম্বা, ঘন, ছোট করে ছাঁটা প্রায় সবরকম দাড়িওয়ালাই অংশগ্রহণ করেন। ন্যাচারাল অথবা ফ্রিস্টাইল ফ্যাশনের তো আর নির্দিষ্ট কোন সীমানা নেই। এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আমেরিকার আরনে বিলেফেল্ড। সত্যিকার অর্থেই সুন্দর দাড়ি সুন্দর দাড়ির জন্য চাই যতœ, পরিচর্যা! দাড়ি লম্বা করতে চাইলেও কিন্তু মাঝে মাঝে দাড়ির আগা ছোটো করে ছাঁটতে হয়। তাছাড়া প্রতিদিন যতœ করে ধোয়া, সামান্য রং করা, ব্যস! তাহলেই বিজয়ী ফেলিক্স হামোজাররের মতো সুন্দর দাড়ির অধিকারী হতে পারেন অনেক পুরুষ। ছোট করে ছাঁটা দাড়ি প্রথমবারের মতো এই আন্তর্জাতিক দাড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবার আধুনিক ‘ট্রেন্ড দাড়ি’ যে দাড়ি এক সেন্টিমিটারের বেশি লম্বা রাখা যাবে না। ট্রেন্ড দাড়ি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রিকার্ডো হাঁকান। এই ক্যাটাগরির জন্য জার্মান দাড়ি ক্লাব সংগঠনের শর্ত ছিল, মুখের বেশিরভাগ দাড়িই কামিয়ে ফেলতে হবে যাতে দাড়ির ডিজাইন এবং দাড়ির ফর্ম ঠিকমতো দেখা যায়। দালি থেকে গারিবাল্ডি পর্যন্ত এই প্রতিযোগিতায় বিভিন্ন ডিজাইনের মোট ১৮ রকমের দাড়ি দেখানো হয়েছে। যারা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকে মডেল হিসেবে নিয়েছেন। যেমন সালভাদোর দালির পেঁচানো গোঁফ থেকে গারিবাল্ডির ঘন গোঁফ। এবারের বিজয়ী কার্ল-হাইন্স হিলে রাজা বাদশার মতো পুরু দাড়িতে সাজিয়েছেন নিজেকে। সাহায্য উপকরণ ফ্রিস্টাইল ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করেন তাদের দাড়ির স্টাইল ঠিক রাখার জন্য হেয়ার স্প্রে, রং ইত্যাদি ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে বাড়তি চুল বা ক্লিপ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এমনকি মুখে মেকআপ ব্যবহার করাও নিষিদ্ধ যাতে দাড়ির রং-এ তার প্রভাব না পড়ে। ডিটার বেজুখ তাঁর ‘ফ্রি স্টাইল’ দাড়ি দেখিয়ে প্রতিযোগিতায় বিচারকদের দারুণ মুগ্ধ করেছেন? দাড়ির নতুন ঐতিহ্য বিভিন্ন রকমের দাড়ির ঐতিহাসিক মডেল আগেও দেখা গেছে। তবে এই নতুন ফর্মের দাড়ির প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯৯৭ সালে নরওয়েতে। তারপর থেকে প্রতি দুই বছর অন্তর অন্তর এই প্রতিযোগিতাটি হয় জার্মানি, সুইডেন, ইংল্যান্ড ও আমেরিকায়। ট্রিকসÑ যা কাজে লাগে প্রতিযোগিতায় বিজয়ী আমেরিকান দানিয়েল লাভলো তার দাড়িকে বিশেষ ফর্মে আনতে একটি বিশেষ জিনিসের সাহায্য নিয়েছেন। যা ন্যাচারালের চেয়ে ফ্রিস্টাইলই বেশি। সূত্র : ডয়েচে ভেলে
×