ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গ বিডি’র সাবস্ক্রাইবার এখন ১০ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ২৩:৪৭, ১১ মে ২০১৮

‘বঙ্গ বিডি’র সাবস্ক্রাইবার এখন ১০ লাখ ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাঁটি হাঁটি পা পা করে ‘বঙ্গ বিডি’ পেরিয়েছে পাঁচটি বছর। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ভিডিও সুল্যশন এবং দেশীয় সিডিএন নেটওয়ার্ক। দেশের এই নম্বর ওয়ান ইউটিউব চ্যানেল সম্প্রতি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছে। শুধু তাই নয়, বঙ্গ নেটওয়ার্কে রয়েছে ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবারস, যা ভিডিও প্ল্যাটফর্মে যোগ করেছে এক নতুন মাত্রা । বছরের পর বছর ধরে ‘বঙ্গ বিডি’ শ্রোতা, নগদীকরণ এবং ইউ টিউব এ কপিরাইট প্রয়োগের উপর ক্রমবর্ধমান একটি নির্দিষ্ট দক্ষতা তৈরি করতে সক্ষম হয়েছ। এই তথ্যটি স্থানীয় কন্টেন্ট সৃষ্টিকারীদের উপকারের জন্য ব্যবহার করেছে। তাদের নেটওয়ার্কে জাজ মাল্টিমিডিয়া, স্যালমন দা ব্রাউনফিশ, গান ফ্রেন্ডস, ভাই-ব্রাদার্স , মাছ-রাঙা টিভি সহ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিও রয়েছে । বর্তমানে বঙ্গ প্রায় ৪টি দেশে ১৪০টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে । বঙ্গ চায় গুনমান সম্পন্ন এন্টারটেইনমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দিতে এবং ইউটিউবের সাথে বঙ্গের অংশীদারিত্ব সে প্রত্যাশা পূরণে সত্যিই সাহায্য করেছে। গ্রাহকের জন্য শুধু যে কন্টেন্ট প্রযোজনা ও পরিবেশনার তা নয় এর পাশাপাশি সেই সাথে প্রতিষ্ঠানটি শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাফল্য অর্জনের পাশাপাশি আরো ভাল কন্টেন্ট প্রযোজনা করতে সাহায্য করবে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত স্টেলার ডিজিটাল লিমিটেড গ্রামীণফোন এর সহোযোগিতায় নির্মাণ করেন লাইভ-টিভি স্ট্রিমিংয়ের অ্যাপ ‘বায়োস্কোপ’ যা বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বায়স্কোপের জন্য আইসিটি জাতীয় পুরস্কার ২০১৭ লাভ করে।
×