ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

প্রকাশিত: ২০:২৩, ১২ মে ২০১৮

বিশ্বকাপের আগে কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ফুটবলকে কয়েক বছর আগেই জানিয়েছেন বিদায়। এবার পুরোদস্তুর কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে জার্মান ফুটবল কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার। তবে প্রথমেই তিনি কোনো জাতীয় দল কিংবা কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন না। নিজের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এ বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার। বর্তমানে জার্মান ফুটবল দলের প্রধান কোচ ইয়োকিম লোর কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করছেন ক্লোসা। কিন্তু বিশ্বকাপের পরেই বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলটার দায়িত্ব নিবেন বলে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষ। ৩৯ বছর বয়সী ক্লোসা কোচ হওয়ার পর উচ্ছ্বাসের সঙ্গে বলেন, আমি বায়ার্নের একাডেমি নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি আমার সবটুকু দিয়ে ক্লাবের আস্থা অর্জনের পাশাপাশি তরুণদের উন্নতির দিকে বেশি নজর দিব। জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোল করার পাশাপাশি বিশ্বকাপের চার টুর্নামেন্টে করেছেন ১৬ গোল। বুন্দেসলীগাতেও বেশ উজ্জ্বল তিনি। ৩০৭ ম্যাচে ১২১ গোল করেছেন ইতালিয়ে দুই বছর কাঁটিয়ে ফুটবলকে বিদায় জানান তিনি।
×