ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ইতিহাস গড়া আর হলো না পিএসজির

প্রকাশিত: ১৮:১৮, ১৩ মে ২০১৮

নতুন ইতিহাস গড়া আর হলো না পিএসজির

অনলাইন ডেস্ক ॥ লিগ ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার পথে ছিল পিএসজি। তবে শেষ দিকে বারবার হোঁচট খাওয়ায় নতুন ইতিহাস গড়া আর হলো না। টানা দুই ড্রয়ের পর এবার রেনের কাছে হেরেই গেল উনাই এমেরির শিষ্যরা। চলতি মৌসুমে ঘরের মাঠের শেষ ম্যাচে ২-০ গোলে হেরেছে চিয়াগো সিলভা, এদিনসন কাভানিসহ বেশ কজন নিয়মিত খেলোয়াড় ছাড়া খেলতে নামা পিএসজি। গত ২৯ এপ্রিল গ্যাঁগোঁর সঙ্গে ড্রয়ের পর গত রাউন্ডে আমিয়াঁর মাঠ থেকেও ২-২ গোলে ড্র করে ফেরে এমেরির দল। গত দুই রাউন্ডে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়া পিএসজি শনিবার রাতেও শুরুটা ভালো করতে পারেনি। বল দখলে এগিয়ে থাকা দলটি প্রতিপক্ষের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। স্বাগতিকরা প্রথমার্ধে লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি শট। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফরাসি মিডফিল্ডার বেনজামিনের সফল স্পট কিকে এগিয়ে যায় রেন। চিয়াগো মোত্তা ডি-বক্সে আদ্রিয়াঁকে টেনে ফেলে দিলে পেনাল্টিটি পায় অতিথিরা। ৭১তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে ‘ট্রেবল’ জয়ী পিএসজি। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ। ২০১৪ সালের পর প্রথমবারের মতো রেনের কাছে হারল পিএসজি। এবারের লিগে এটা তাদের তৃতীয় পরাজয়। ৩৭ ম্যাচে ২৯ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৯২। লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি তারা গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে। আগামী সপ্তাহে শেষ রাউন্ডে কঁয়ের বিপক্ষে খেলবে পিএসজি।
×