ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের টেলিছবি ‘শেষ পৃষ্টা’র শুটিং শেষ হয়েছে

প্রকাশিত: ০১:০৮, ১৩ মে ২০১৮

ঈদের টেলিছবি ‘শেষ পৃষ্টা’র শুটিং শেষ হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতরের জন্য সম্প্রতি 'শেষ পৃষ্টা' নামের টেলিছবি নির্মাণ কাজ শেষ করলেন নির্মাতা আজাদ আল মামুন। সেজান নূরের ভিন্নধর্মী গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হয়েছে উওরার বিভিন্ন লোকেশনে। ফ্যাক্টর থ্রি সল্যুশনস-এর ব্যানারে নির্মিত, জেড এস মাল্টিমিডিয়া প্রযোজিত টেলিছবিটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, মেহজাবিন চৌধুরী, এস এন জনি, মীর শহীদ, আজম খান, এম এইচ ফয়সাল, আবির খান, নুসরাত দোলন সহ আরো অনেকে। গল্পে দেখা যাবে নায়িকা বাঁধন একজন সমাজকর্মী। সে সেচ্ছায় রক্তদানের একটি সংগঠন পরিচালনা করেন। পাশাপাশি একটি কোম্পানীতে চাকরি করেন। বাঁধনের অফিসের বস তন্ময় বাঁধনকে ভালবাসে। কিন্তু তা মুখে প্রকাশ করতে পারে না। একদিন রাস্তায় একটি এ্যাকসিডেন্টের মাধ্যমে পরিচয় হয় বাঁধন ও মৃদুলের। দুজনের প্রথম পরিচয়টা ততটা সুন্দর হয়ে উঠে না। কেননা বেকার একজন যুবকের চাকরির ইন্টারভিউ আটকে যায় বাঁধনের সাথে ঘটে যাওয়া সেই এ্যাকসিডেন্টের কারণে। কোন এক সময় বাঁধনের কারনেই বেকার মৃদুলের চাকরি হয় তার অফিসে। চলতে থাকে নানান ঘটনা। এবং এই ঘটনার শেষ পরিনিতি জানতে হলে অপেক্ষা করতে হবে টেলিছবিটি প্রচার হওয়া পর্যন্ত। বাঁধন চরিত্রে অভিনয় করেন মেহজাবিন চৌধুরী, অফিসের বস চরিত্রে এস এন জনি এবং চাকরি খুঁজে বেড়ানো বেকার ছেলের চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল।
×