ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভারতীয় ভ্রমণ ভিসা

প্রকাশিত: ০৪:৩৮, ১৩ মে ২০১৮

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভারতীয় ভ্রমণ ভিসা

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে যাতায়াত সহজ করতে আরও তিন বিভাগের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলো ভারতীয় হাইকমিশন। নতুন নিয়মে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ আবেদন কেন্দ্রগুলিতে আগের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দেওয়া যাবে ভ্রমণ ভিসার আবেদন। রবিবার (১৩ মে) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ নিয়ম কার্যকর হবে আগামী ২০ মে থেকে। এখন থেকে তিন বিভাগের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে আবেদনকারীরা তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। নতুন এ সুবিধা শুধু ভ্রমণ ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন ও অন্য সব ভিসা আগের নিয়মে চলবে বলেও জানানো হয়। এর আগে ২০১৭ সালের ৯ জুলাই চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্রে এ সুবিধা চালু করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর এ সুবিধা চালু হয় রাজশাহী ও রংপুরে। এছাড়া রাজধানীর মিরপুর রোডের ভিসা আবেদন কেন্দ্রে ১০ অক্টোবর এ সুবিধা চালু হওয়ার পর এবার তা যুক্ত হলো সিলেট, ময়মনসিংহ ও বরিশালে। এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করা হয়।
×