ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মান্টো’কে নিয়ে কানে নওয়াজউদ্দিন সিদ্দিকী

প্রকাশিত: ১৮:২০, ১৪ মে ২০১৮

‘মান্টো’কে নিয়ে কানে নওয়াজউদ্দিন সিদ্দিকী

অনলাইন ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসব ২০১৮ মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, কঙ্গনা রানাউত ও দীপিকা পাডুকোনের মত বলিউড অভিনেত্রীরা। এত বলিউড তারকার ভিড়ে কানে দেখা মিলেছে এক বলিউড তারকার। তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকী। হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, এবারের কান উৎসবে প্রদর্শিত হবে নওয়াজউদ্দিন অভিনীত চলচ্চিত্র ‘মান্টো’। উর্দু ভাষার খ্যাতিমান সাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবনী নিয়ে নির্মিত এই ছবির টিজার প্রকাশ করা হয় গতকাল কানে। এসময় উপস্থিত ছিলেন মান্টোর চরিত্রে অভিনয় করা সিদ্দিকী। কান উৎসবে নিজের উপস্থিতি ভক্তদের জানান দিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন ৪৩ বছর বয়সী এই তারকা। সাদা ব্লেজার ও কালো রঙের শার্টে দেখা যায় ‘বদলাপুর’ খ্যাত এই তারকাকে। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘এই যে আমি, পোশাক পড়েছি সবাইকে মুগ্ধ করার জন্য। এইবার কান চলচ্চিত্র উৎসবে মান্টো এসেছে। নওয়াজউদ্দিন সিদ্দিকী নয়। এইবার মান্টোর চোখে কান উৎসব দেখেবেন আপনারা।’ তবে ‘মান্টো’ নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী একা কানে আসেননি। তাঁর সঙ্গে এসেছেন ছবিটির পরিচালক নন্দিতা দাস, অভিনেত্রী রাসিকা দুগাল, দিব্য দত্ত ও অভিনেতা তাহির রাজ ভাসিন। ছবিটির টিজার মুক্তির অনুষ্ঠানে এসে পরিচালক নন্দিতা দাস বলেন, ‘ছবিটির মূল উদ্দেশ্য দর্শকদের একটি গল্প বলা। মান্টোর মত চরিত্র তরুণ প্রজন্মের জন্য অনুরপ্রেরণামূলক হবে। আমি মনে করি এটা এমন একটা ছবি যে এখান থেকে দর্শক কিছু বাড়ি নিয়ে যেতে পারবেন এবং সবাই নিজের ভেতরকার মান্টোর সঙ্গে নিজেকে মেলাতে পারবেন।’ কান চলচ্চিত্র উৎসবের আনসারটেইন রিগার্ড বিভাগে হবে ‘মান্টো’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ইন্দো-ফ্রেঞ্চ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।
×