ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে

প্রকাশিত: ১৮:৪৩, ১৫ মে ২০১৮

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে

অনলাইন রিপোর্টার ॥ সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত প্রজ্ঞাপনের বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাই আমরা গতকাল আন্দোলন থেকে সরে এসেছি। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। আজ মঙ্গলবার সকালে তিনি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে শাহবাগ মোড়ের অবরোধ স্থগিত করেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এর আগে গতকাল দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
×